অনেকেরে কাছে
ফটো এডিটিং করাটা অনেক কাঙ্কিত বিষয়। কিন্তু সময় ও সুযোগের অভাবে তা শেখা হয়র উঠে না।
অন্যদিকে দক্ষতা ছাড়া ফটো এডিটিং করাটাও বেশীরভাগ ক্ষেত্রে অস্বাভাবিক। কিন্তু আজকে
আমি আপনাদেরকে এমন একটি ফটো এডিটিং সফটওয়্যারের সাথে পরচিয় করিয়ে দেবো, যে সফটওয়্যারের
বিশষেত্ব হচ্ছে খুব সহজে টেমপে-টের সাহায্যে তেমন বিশেষ দক্ষতা ছাড়াই ছবিতে অসাধারণ
ইফক্টে দেয়া যায়। কাঙ্কিত ইমেজটি বাছাইকৃত ফ্রেমে বসিয়ে বাড়িয়ে দেয়া যায় আউট লুকিং।http://www.picget.net সাইট থেকে
photo shine নামক এই সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন বিনামূল্যে।এখানে মোট ০৯ টি থিম
রয়েছে- Girl, Baby, Love, Simulation,Dream, Magazine, Festival, Frame যেভাবে ছবি
ইমপোর্ট করবেন: সফটওয়্যাটি যথারীতি সটেআপ দেয়ার কাজ শেষ করবেন। ওপেন করার
পর টুলবার থেকে সবুজ রংয়ের NEW বাটনে ক্লিক করলে OPEN ডায়ালগ বক্স আসবে। এবার ইমেজ
লোকেশনে গিয়ে পচন্দের ইমেজটি সিলেক্ট করে ইমেজটিক ফটোশাইনে ওপেন করান।যেভাবে টেমপে-টের
ব্যকহার করবেন: থিমগুলোর মধ্য থেকে আপনার ইচ্ছামত যে কোন একটাতে ক্লিক করুন। লক্ষ্য
করুন ক্লিক করার সাথে সাথে ডানপাশে টেমপে-টের সাথে ইমেজের দারুণ সমন্বয় দেখাচ্ছে। প্রতিটি
থিম পেইজের নিচে ১, ২, ৩ এরকম দেয়া আছে। তাছাড়া ইমেজটিকে কেটে গিয়ে টেমপে-টের উপযোগী
হয়ে যায়। উইন্ডোতে ইমেজের চারপাশে লাল রংয়ের RECTANGLE এর সাহায্যে ইমেজটির পচন্দসই
অংশ কেটে নিতে পারেন।আপনার প্রয়োজন অনুসারে ইমেজের উচ্চতা ও প্রশস্থতা নির্ধারণ
করতে টুলবার থেকে রিসাইজ বাটনে ক্লিক করে পাওয়া ডায়ালগ বক্সে প্রয়োজনীয় সাইজ বসান।প্রয়োজনীয়
এডিটিঙ শেষে SAVE বাটনে ক্লক করুন। একটি ডায়ালগ বক্স আসবে, এতে পচন্দসই নাম দিয়ে
SAVE AS TYPE=JPG FORMAT সিলেক্ট করে SAVE কাটনে ক্লিক করুন। ইমেজটি এবার যে কোন ভিউয়িং
সফটওয়্যরে দেখা যাবে। এই সফটওয়্যার দিয়ে আমার করা ছবি উদাহরণ হিসাবে উপস্থাপন করলাম।

সফটওয়ারটি'র মাধ্যমে ছবিকে বিভিন্ন রূপ দেয়া যায়। দেখতে দারুন লাগে। সুন্দর পোষ্ট করেছেন।
ReplyDelete.....ধন্যবাদ।
Delete