আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Wednesday, January 30, 2013

স্বাভাবিকভাবে ফরমেট না হলে

পেনড্রাইভ বা মেমোরী কার্ড ফরমেট নিয়ে আমরা অনেক সময় বিডম্বনায় পড়ি। অনাকাঙ্খিত ফাইল, অবাঞ্চিত ফোল্ডার বা টেম্প ফাইল শত চেষ্টা করা স্বত্তেও তাড়াতে পারি না। স্বাভাবিকভাবে ফরমেট প্রচেষ্টা করে আমরা ব্যর্থ হই। তাই স্বাভাবিকতার বাইরে ফরেমট প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথেম আপনার পেনড্রাইভটিকে PC’র সাথে সংযুক্ত করুন। স্টার্ট মেনু থেকে (সেটিং-এ) কন্ট্রোল প্যানেলে (control Panel) যান। administrative tools এ ক্লিক করে পাওয়া অপশন গুলোর মধ্য থেকে computer management এ ক্লিক করুন। পর্দায় ভেসে উঠা অপশন গুলোর মধ্য থেকে  বাম পাশের সারিতে থাকা নিচ থেকে ২য় অপশন disk management এ ক্লিক করলে আপনার PC তে থাকা সবগুলে পার্টিশান/ড্রাইভ প্রদর্শিত হবে। আপনার কাঙ্খিত ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে format এ ক্লিক করে ক্রমান্বয়ে পাওয়া ম্যাসেজগুলোতে ok তে ক্লিক করুন। ইনশাল্লাহ হয়ে যাবে।

No comments:

Post a Comment