আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Thursday, February 28, 2013

ইউটিউব ব্যবহার করুন সহজেই । Unblock Youtube in Bangladesh

ভিডিও শেয়ারিং ওয়েবসাইটগুলোর মধ্যে ইউটিউব এর বিকল্প নেই এটা আমরা সবাই জানি। কোন কিছুর সহজ সমাধান পেতে কিংবা কোন গাইডলাইন/টিউটোরিয়াল পেতে গুগল সার্চ করি আর ভিডিও এর জন্য ইউটিউব।সরকারের সিদ্ধান্তের কারণে আমরা দীর্ঘদিন ধরে টিউটিউব ব্যবহার করতে পারছিনা। নাছোড়বান্দা বাংলাদেশ সরকার আর গোয়াড় গুগল দুইপক্ষের রোষালনের মাঝখানে পড়ে স্যান্ডউইচ হচ্ছি আমরা কজন আমজনতা।গেটওয়ে তে বন্ধ করলেও ইউটিউব ব্যবহার করা যাচ্ছে । তবে তার জন্য সামান্য একটু টেকনিক খাটাতে হয়। আমি দুইএকটার কথা বলছি।


পদ্মতি-১: সিকিউরড ব্রাউজ
www.youtube.com বন্ধ থাকলেও তার আগে https:// দিয়ে দিলে ব্রাইজ করা যায়। অর্থাৎ ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন https://www.youtube.com , দেখুনতো কাজ হয় কিনা।
সমস্যা হয় কোন কোন আইএসপি এর ক্ষেত্রে আটা কাজ করেনা। যেমন আমার পিসিতে এই সিস্টেমে ইউটিউবের পেইজ খুললেও ভিডিও দেখা যায়না। এরর দেখায়। সেক্ষেত্রে আপনি নিচের পদ্মতিগুলো দেখতে পারেন।


পদ্মতি-২: প্রক্সি ব্যবহার
অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো ব্লক করা ওয়েবসাইটগুলো দেখতে সাহায্য করে। এগুলোকে বলে প্রক্সি সাইট। আপনি Google এ গিয়ে Proxy Website দিয়ে সার্চ করলে এই রকম হাজার হাজার ওয়েবসাইট পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হল এই সাইটগুলোর মাধ্যমে ব্যবহার করলে অনেক স্লো পাওয়া যায়। তাছাড়া কিছু সাইটে ভাইরাস আছে, আবার কিছু সাইট অ্যাড কিংবা পর্নোগ্রাফি দিয়ে ভরিয়ে রাখে।
আমি একটা প্রক্সিসাইট পেয়েছি যে মোটামুটি দ্রুত এবং নিরাপদে ব্রাইজ করতে দেয়। শুধু ব্যবহার নয় ডাউনলোড ও করা যায় আইডিএম দিয়ে। আপনিও ব্রাউজ করতে চাইলে ক্লিক করুন এখানে


পদ্মতি-৩ : সফটওয়্যার ব্যবহার
উপরের পদ্মতি যদি জটিল মনে হয় আপনি থার্ড পার্টি কোন সফটওয়্যার ব্যবহার রকে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি ultra Surf কিংবা Tor Browser ব্যবহার করতে পারেন। ultra Surf ছোট এবং পোর্টেবল সফটওয়্যার আপনি এটা ডাউনলোড করে ডবল ক্লিক করেই চালু করতে পারবেন। এটা ডাউনলোড করতে ক্লিক করুন নিচের লিংকে।
Ultrasurf Free Download, Get the Latest Version

No comments:

Post a Comment