আপনার কম্পিউটারে আপনার অনেক গুরুত্বপূর্ণ ফাইল
ফোল্ডার থাকাটা ১০০% স্বাভাবিক। যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো কি কেউ আপনার
অগোচরে আপনার কম্পিউটার থেকে কপি করে নিয়ে যায় বা মুছে দেয় অবশ্যই আপনি
ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই অনাকাঙ্খিত ঘটনাটি আপনি কখনোই কামানা করবেন না বলে আমার
বিশ্বাস। তাই আজকে আপনাদের এই বিষয়ে একটি টিপস শেয়ার করবো (যারা জানেন না তাদের
জন্য)। আপনার কম্পিউটারে
রক্ষিত কোন ফাইল বা ফোল্ডার যাতে কেউ Cut বা Copy করে নিয়ে যেতে না পারে সেজন্য তা আপনি চাইলে অকাযর্কর করে দিতে পারেন। এখানে লিংক থেকে stopper.exe সফটওয়্যারটি জিপ আবস্থায় ডাউনলোড করে নিন। যে কোন ফোল্ডারে রেকে আনজিপ করুন। এখর stopper আইকনটিতে ডাবল ক্লিক করুন। দেখা যাবে আপনার কম্পিউটারের কোন ফাইল কপি হচ্ছে না এবং মুছতেছে না। আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে Ctrl. + Alt. + Delete চেপে windows Task Manager খুলে Process গিয়ে Image Name List থেকে Stopper.exe তে গিয়ে নিচের দিকে End Process এ ক্লিক করুন।
রক্ষিত কোন ফাইল বা ফোল্ডার যাতে কেউ Cut বা Copy করে নিয়ে যেতে না পারে সেজন্য তা আপনি চাইলে অকাযর্কর করে দিতে পারেন। এখানে লিংক থেকে stopper.exe সফটওয়্যারটি জিপ আবস্থায় ডাউনলোড করে নিন। যে কোন ফোল্ডারে রেকে আনজিপ করুন। এখর stopper আইকনটিতে ডাবল ক্লিক করুন। দেখা যাবে আপনার কম্পিউটারের কোন ফাইল কপি হচ্ছে না এবং মুছতেছে না। আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে Ctrl. + Alt. + Delete চেপে windows Task Manager খুলে Process গিয়ে Image Name List থেকে Stopper.exe তে গিয়ে নিচের দিকে End Process এ ক্লিক করুন।
No comments:
Post a Comment