আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Saturday, March 9, 2013

বাঁচতে হলে নাচতে হবে


বাঁচতে হলে নাচতে হবে, ওরা যেমন নাচায়,
যুদ্ধ করে স্বাধীন দেশে বন্ধী ওদের খাচায়।
নিত্য দিনের জিনিসপাতির আকাশ ছোয়া দাম,
নুন আনতে পানতা ফুরায় জড়িয়ে মাথার ঘাম।
যাতায়তের বাড়তি ভাড়া আকাশ ছোয়ার পথে,
মৃত্যু ফাদ যে দেশের সড়ক চলি মরণ রথে।
বিদ্যুত বিল পানির বিল বাড়ছে সমান তালে,
স্বাধীন দেশের মুক্ত মানুষ বন্ধী ওদের জালে।
বাড়ীওয়ালা দিয়ে রাখে ওদের চোখে হাত,
ইচ্ছেমত বাড়ীভাড়া বাড়ায় যে দিন রাত।
জীবন যাপন দাম বেড়ে যায় মান চলে যায় পিছু,
ওদের কাছে বন্ধী মোরা নাই যে করার কিছু।

No comments:

Post a Comment