আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Monday, January 28, 2013

লড়ছি প্রতিক্ষণে


নতুন বছর হলো শুরু
বুকটা কাপে দুরু দুরু
বছর শুরুর শুভেচ্ছাতে কাটবে প্রথম দিন,
জীবন জয়ের রণাঙ্গনে
লড়ছি মোরা প্রতিক্ষণে
পরাজয়ের গ্লানির স্রোতে যাচ্ছে বেড়ে ঋণ।

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি
সর্বক্ষেত্রে কালো নীতি
বাঁচার মতো বেঁচে থাকা হলো যেন দায়,
মুক্ত মনের নায্য কথা
করলে প্রকাশ যথাতথা 
কালো থাবা গুপ্ত ঘাতক জীবন নিতে চায়।

No comments:

Post a Comment