প্রভাতফেরির মিছিলে গাই স্বমস্বরে গান,
মাতৃভাষা বাংলা আমার খোদার সেরা দান।
কেমনে ভুলিব আমি হয়ে বাংলার মানুষ।
মায়ের ভাষা রাখতে দিল বুকের তাজা খুন,
পারে নি যে রুখতে তাঁদের প্রলয়ী টাইফুন।
বুকের খুনে রাঙ্গা হল পিচঢালা ঐ পথ,
তবু তাঁরা ছাড়েনি হায় বাংলা ভাষার শপৎ।
খোদার দানে বাংলাভাষা পেলাম বহু ত্যাগে,
খোদার শোকর আদায় করা উচিত সবার আগে।
শহীদেরই বেহস্ত দাও মাগি খোদার কাছে,
তারা যেন বাংলাহৃদে মানে-ঋণে বাঁচে।
No comments:
Post a Comment