আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Thursday, January 31, 2013

যে কোন অফিস ফাইলকে Save As করে PDF – এ রুপান্তর করুন সহজে……


প্রাতিষ্ঠানিক কো-অপারেশনে মেইল প্রথা ইদানিং বহুল ব্যবহুত হচ্ছে। অফিসিয়াল বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য ( জানানোর জন্য) এবং পাঠানোর প্রমাণপত্র হিসাবে মেইল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকায় আসীন। অফিস ফাইলে তৈরী করা বিভিন্ন ফাইল মেইল এটাচ (সংযুক্ত) করে পাঠালেও তা পরিবর্তন করার সুযোগ থাকে। কিন্তু PDF করে পাঠালে তা পরিবর্তন করাটা তেমন সহজ নয়। আমরা প্রায় সব সময় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ফাইলকে PDF-এ রুপান্তর করতে PDF Software ব্যবহার করি। কিন্তু আপনি ইচ্ছা কররে সরাসরি Office Button -এ গিয়ে Save As থেকে সরাসরি PDF -এ রুপান্তর করতে পারেন। যার জন্য আপনাকে একটি Plug In (Save As PDF) ডাউনলোড করে নিয়ে ইনষ্টল করতে হবে। আপনি ইচ্ছা করলে এটি নিচের সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। http://download.cnet.com/2007-Microsoft-Office-Add-in-Microsoft-Save -As- PDf/3000-18483_4-10742065.html

No comments:

Post a Comment