আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Saturday, December 8, 2012

ক্যালেন্ডার এলো যেভাবে....



নতুন বছর এলেই ওয়াল বা ডেক্স ক্যালেন্ডার তৈরী, সংগ্রহ, বিতরণ, প্রদান ইত্যাদির সাড়া পড়ে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিক বা বিজ্ঞাপনের উদ্দশ্যে ক্যালেন্ডার প্রস্তুত ও প্রদান কাজে গুরুত্ব সহকারে ব্যস্ত থাকে। সময়ের আবিষ্কার মোবাইল ক্যালেন্ডার বা পিসি ক্যালেন্ডার থাকা স্বত্বেও কদর কমেনি ম্যানুয়েল ক্যালেন্ডারের। ২৩, ৩০ দিনের মাস হিসাবে ১২ মাসের
ক্যালেন্ডার বানানো হয়েছিল প্রাচীন মিশরে। প্রতি ৮ বছর অন্তর ৩ মাস যোগ করে দিয়ে ২৩ চন্দ্র মাস হিসাবে বছর হিসাব করা হতো গ্রীসে। ৪৬ খ্রিষ্টপূবাব্দে ক্যালেন্ডার সংস্কারের কাজে প্রথম হাত দেন রোম সম্রাট জুলিয়াস সিজার। সোসিগোনিম নামে একজন আলেকজান্দ্রিয়ার জ্যোতিবিদ সম্রাটকে এই কাজে সাহায্য করেন। সূযের চারদিকে পৃথিবীর মোট পরিক্রমার উপর নির্ভর করে তৈরী করা এই ক্যালেন্ডার নাম দেয়া হয়েছিল সৌরজগৎ। ৩৬৫ দিনের সমষ্টিতে বছর হিসাব করার পদ্ধতি হিসাবে নির্ধারণ করেছিলেন সিজারের জ্যোতিবিদরা। প্রতি বছর বাদ যাওয়া সিকি দিনকে হিসাব করার জন্য প্রতি ৪র্থ বছরকে ১ দিন সময় বাড়িয়ে ৩৬৬ দিন হিসাবে গণনার সিদ্ধান্ত নেয়া হয়। এই ৪র্থ বছরের নাম দেয়া হয় লিপ ইয়ার। ৩৬৫ দিনকে ভাগ করা হল ১২ মাসে। জানুয়ারী, মার্চ, মে, জুলাই, আগষ্ট, অক্টোবর ও ডিসেম্বর মাস সমূহকে ৩১ দিন হিসাবে এবং  এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর মাস সমূহকে ৩০ দিন হিসাবে গণনার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। অবশিস্ট ফ্রেব্রুয়ারী মাসকে সাধারণত ২৮ দিন এবং লিপ ইয়ারে ২৯ দিন হিসাব করার সিদ্ধান্ত নেয়া হয়।

No comments:

Post a Comment