পানি ছাড়াই ডিম সিদ্ধ করার ঝটপট কৌশল বের
করেছেন রাশিয়ার একদল গবেষক। তাও আবার মাত্র ২ মিনিটের মধ্যে। তাদের আবিষ্কৃত কৌশল
অনুযায়ী একটি বাক্সে
ভরে ডিম সিদ্ধ করতে হবে। “গুগল মুগল” নামে এই বিশেষ পাত্রটিতে /বাক্মটিতে এক প্রকার রসায়নিক পদার্থের প্রলেপ থাকবে, যা কিনা তাপ নির্গত থেকে পানি ছাড়া ডিমকে সিদ্ধ করে ফেলবে ২ মিনিটের মধ্যে। আর এ কারনে “কেআইএএন” রাশিয়ার একদল গবেষক “ইউরোপিয়ার প্যাকেজিং ডিজাইন এসোসিয়েশন থেকে পুরষ্কারও বাগিয়ে নিয়েছেন। তবে এ বাক্স একবারের বেশৌ ডিম সিদ্ধ দরা যায় না। গবেষকরা আরো জানিয়েছেন “গুগল মুগল” একটি পরিবেশ বান্ধব বাক্স।
ভরে ডিম সিদ্ধ করতে হবে। “গুগল মুগল” নামে এই বিশেষ পাত্রটিতে /বাক্মটিতে এক প্রকার রসায়নিক পদার্থের প্রলেপ থাকবে, যা কিনা তাপ নির্গত থেকে পানি ছাড়া ডিমকে সিদ্ধ করে ফেলবে ২ মিনিটের মধ্যে। আর এ কারনে “কেআইএএন” রাশিয়ার একদল গবেষক “ইউরোপিয়ার প্যাকেজিং ডিজাইন এসোসিয়েশন থেকে পুরষ্কারও বাগিয়ে নিয়েছেন। তবে এ বাক্স একবারের বেশৌ ডিম সিদ্ধ দরা যায় না। গবেষকরা আরো জানিয়েছেন “গুগল মুগল” একটি পরিবেশ বান্ধব বাক্স।
No comments:
Post a Comment