আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।

Wednesday, November 21, 2012

দেশের একি হাল!


ইনি বলে এদেশ আমার বাবার হাতে গড়া,
৭১এর মুক্তিযুদ্ধ তার ভূমিকায় ভরা।
তিনিই হলেন বাংলা গড়ার কালজয়ী কান্ডারী,
পরাধীনের রক্ত সাগর তিনিই দিলেন পাড়ি।
দশের তরে দশের তরে বিলিয়ে ছিলেন সবি,
তার ভুমিকায় উদয় হল স্বাধীন বাংলা রবি।

আবার উনি বলেন  
স্বাধীনতার ঘোষক ছিলেন আমারইতো স্বমী,
তার ঘোষনায় যুদ্ধ হলো জাগলো মুক্তিকামী।
দেশের তরে কোদাল নিয়ে খাল খননে তিনি,
বাঙ্গালী তাই তার কাছে যে রবে চির ঋণী।
দেশের তরে প্রাণের মায়া করেননি যে হায়,
তার মতো বীর দেশ প্রেমিকের জুড়ি মেলা দায়।

ওরা শুধু  বাবার-স্বামীর যুদ্ধ জয়ের তরে,
দেশ প্রেমিকের মোড়কে হায় যান ক্ষমতার পরে।
প্রতিশ্রুতির জোয়ারে হায় ভাসিয়ে দিয়ে মোদের,
ক্ষমতারই জোড়ে করেন কাজ যে প্রতিশোধের।
নাম করণের প্রতিযোগে নামেন সমান তালে,
দেশের দশের উন্নতি হায় হয়না কোন কালে।
আমরাতো চাই বাচঁতে সবে বাচাঁর মতো করে,
অযতনে সম্ভাবনা যায় না যেন মরে।

No comments:

Post a Comment